• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিনে ২০ পরিবার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার রাতে আরো তিন ব্যক্তির করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিভিল সার্জন অফিসের মাধ্যমে সংগৃহীত নমুনাগুলো আজ মঙ্গলবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট, একজন সিস্টার ও একজন আয়া রয়েছেন। তারা সবাই শহরতলীর মুসলিমবাগে হোম কোয়ারেন্টিনে থাকা আটজনের নমুনা সংগ্রহ করেছিলেন।

এর আগে গত রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, একজন মেডিক্যাল এসিস্ট্যান্ট ও দুজন নার্সসহ ১২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল।
এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে পাঠানো মুসলিমবাগ এলাকার কিশোরীর পরিবারের সদস্যসহ প্রতিবেশী ২০টি পরিবারের ১৩৫ জন সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, 'এ পর্যন্ত ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে পাঠানো মুসলিমবাগ এলাকার কিশোরীর পরিবারের সদস্যসহ প্রতিবেশী আটজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, দুজন মেডিক্যাল এসিস্ট্যান্ট,দুই জন নার্স, একজন সিস্টার ও একজন আয়ার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের কারো রিপোর্ট এখনো জানা যায়নি।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, 'শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে পাঠানো মুসলিমবাগ এলাকার সন্দেহভাজন ওই কিশোরীর রিপোর্ট না আসা পর্যন্ত নিরাপত্তার সার্থে ওই এলাকায় মানুষের চলাচল সীমিত থাকবে।'

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ