• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সব খেলোয়াড়দের করোনা টেস্ট করাবে লা লিগা কর্তৃপক্ষ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

নিরাপত্তার কথা বিবেচনা করে সব খেলোয়াড় এবং কোচদের প্রাণঘাতী নোভেল করোনাভাইরাস কোভিড-১৯ টেস্ট করাতে চায় স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

কোভিড নাইন্টিনের প্রভাবে মাঠের খেলা ও অনুশীলন নেই লম্বা সময় ধরে। তবে যখনই মাঠের অনুশীলন শুরু হোক না কেন নিরাপত্তার কথা বিবেচনা করে ফুটবলার এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করাতে চায় লা লিগা কর্তৃপক্ষ।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একটি যৌথ সমঝোতাও করেছে তারা। এই উদ্যোগের ফলে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সহায়তা পাবে ফুটবলাররা। এদিকে, মে মাসের শেষের দিকে অনুশীলনে নামার ব্যাপারে আশাবাদ তাদের।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ