• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সমন্বিত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে ইসিকে’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ বিশিষ্ট নাগরিকরা বলেছেন, সমন্বিত ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।

আসন্ন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য ইসির প্রচেষ্টা যথেষ্ঠ নয় বলে তারা দাবি করেছে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পাঁচটি সুপারিশের প্রস্তাব দেয়া হয়।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা, ভয়ভীতি ও সহিংসতার পরিস্থিতি নিয়ে ‘নাগরিক সমাজের পক্ষে আমরা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতা আরা নাসরিন, অধ্যাপক আনু মুহম্মদ, আইনজীবী শাহদীন মালিক, ব্যারিস্টার সারা হোসেন, বিশিষ্ট ফটোগ্রাফার শহীদুল আলমসহ প্রায় ৩২ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক গীতা আরা নাসরিন যৌথভাবে বিবৃতি পেশ করেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ