• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সমন্বিত নয়, ভর্তি পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

আগামী শিক্ষাবর্ষ থেকে সমন্বিতভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেয়ার যে সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছিল সেখান থেকে সরে এসে সংস্থাটি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পাঁচটি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় না আসায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) চারটি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় ইউজিসি। নতুন পদ্ধতিতে অনলাইনে আবেদনের পর পরীক্ষার্থীদের ছয়টি পরীক্ষায় অংশ নিতে হবে।

গত ১১ ফেব্রুয়ারি সব উপাচার্যের সঙ্গে বৈঠক করেই ইউজিসি এবার থেকেই সমন্বিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল। তবে বুয়েট, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তে রাজি না হওয়ায় নতুন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ