• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর উন্মোচন করল আসুস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

বিশ্বের প্রথম সর্বোচ্চ রিফ্রেশ রেটের মনিটর লাইন-আপ ঘোষণা করল আসুস। আসুস টাফ এবং আরওজি গেমিং লাইন-আপের মোট ৩টি মনিটর ফুল এইচডি রেজ্যুলেশনে সর্বোচ্চ ২৮০ হার্জ এবং কোয়াড এইচডি রেজ্যুলেশনে ১৭০ হার্জ দিতে সক্ষম।

টাফ সিরিজের দুটি গেমিং মনিটর ভিজি২৭৯কিউএম এবং ভিজি২৫৯কিউএম- ফুল এইচডি রেজ্যুলেশনে সাধারণ ২৪০ হার্জের বাধাকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ ২৮০ হার্জ দিতে সক্ষম। অন্যদিকে আসুস আরওজি স্ট্রিক্স এক্সজি২৭৯কিউ গেমিং মনিটরটি কোয়াড এইচডি রেজ্যুলেশনে সর্বোচ্চ ১৭০ হার্জ দিতে সক্ষম। গ্রাহক পর্যায়ের মনিটরের মধ্যে এই মনিটরগুলো বিশ্বের প্রথম গেমিং মনিটর, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ২৮০ হার্জ এবং ১৭০ হার্জ পর্যন্ত।

ফাস্ট আইপিএস টেকনোলজির মাধ্যমে আসুসের এই তিনটি মনিটর ১ মিলিসেকেন্ড (গ্রে-টু-গ্রে) রেসপন্স টাইম দিতে সক্ষম। এক্ষেত্রে সাধারণ আইপিএস প্যানেলের তুলনায় এই মনিটরগুলো ৪ গুণ বেশি কার্যক্ষম। এছাড়া আসুসের এই মনিটরগুলো আসুস এক্সট্রিম লো মোশন ব্লার সিঙ্ক এবং এনভিডিয়া জি- সিঙ্ক প্রযুক্তি সমর্থিত, ফলে গেমিংয়ে মোশন ব্লার, ইমেজ ঘোস্টিং এবং স্ক্রিন টিয়ারিং সমস্যাবিহীন।

অসাধারণ কালার এবং পিকচার কোয়ালিটি নিশ্চিতে টাফ গেমিং মনিটরগুলো ৯৯ শতাংশ এসআরজিবি, আরওজি স্ট্রিক্স এক্সজি২৭৯কিউ ৯৫ শতাংশ ডিসিআই-পি কালার গ্যামুট এবং ১০০০:১ কন্ট্রাস্ট রেশিও সমর্থিত। এছাড়া এইচডিআর ৪০০ সার্টিফায়েড ডিসপ্লে হওয়ায় গেমিংয়ে অসাধারণ ভিজ্যুয়াল দিতে সক্ষম এই মনিটরগুলো।

মনিটরগুলো শিগগির বাংলাদেশের বাজারেও আসতে চলেছে বলে জানিয়েছে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ