• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘১৬ কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান’ গ্রুপ সিলেট শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রুপের সিলেটের সিনিয়র এসোসিয়েট বুরহান উদ্দিন ফাহাদের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বুরহান উদ্দিন, সারওয়ার আহমদ, তানভীর আহমদ, জান্নাতুল ফেরদৌস, আব্দুস শহীদ, আব্দুল ওয়াদুদ, রুম্মান আহমদ, জামিল আহমদ, তাজুল ইসলাম, মিলাদ খান, হাবিব আহমদ, গোলাম রাজা কিবরিয়া, আব্দুল হালিম, মইনুদ্দিন সুফিয়ান, তাওহীদ আহমদ, সাকিব চৌধুরী, নাজমুস সাকিব, দুলাল আহমদ, বেলাল আহমদ, আব্দুল আজিজসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাকিবকে নিষেধাজ্ঞার ব্যাপারে বিসিবির আন্তরিকতার অভাব আছে। শুধুমাত্র মিডিয়ার সামনে সাকিবের সঙ্গেই আছি বললেই হবে না, বাস্তবে আইসিসির কাছে প্রতিবেদন দিতে হবে। সাকিব কোন অপরাধ করেনি, একটি মাত্র ভুল করেছে। এই ভুলের জন্য এতো বড় শাস্তি হতে পারে না। বাংলাদেশ ক্রিকেটকে ধবংস করতে আন্তর্জাতিক একটি চক্র এ ষড়যন্ত্র করছে। বিসিবিকে প্রকৃতভাবে সাকিবের পক্ষে এসে আইসিসির কাছে আবেদন করে শাস্তি কমিয়ে আনার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আমরা আইসিসির রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তী হিসেবে সাকিবের নিষেধাজ্ঞা পূর্ণবিবেচনা করা হোক। শাস্তি কমিয়ে খুবই শিগগিরই মাঠে ফিরে আসুক ১৬ কোটি ক্রিকেট প্রেমীর প্রাণ সাকিব আল হাসান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ