• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সাবেক কাউন্সিলর রাজিব ২ দিনের রিমান্ডে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুনানিশেষে সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন ‌এ আদেশ দেন।
সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় সিআইডি একটি মামলা দায়ের করেছে বহুল আলোচিত কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের বিরুদ্ধে। অর্থ পাচার সংক্রান্ত এ মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, রাজিব সংঘবদ্ধভাবে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, গরুর হাটে টেন্ডারবাজিসহ নানা অপরাধের মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করেছেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এসব বিষয়ে তথ্য উদঘাটন করা সম্ভব হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ