• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সামাজিক দূরত্ব নিশ্চিতে পুরান ঢাকায় অভিযান চলছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে রাজধানীর পুরান ঢাকায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে চানখারপুল এলাকা থেকে অভিযান শুরু হয়।

সারওয়ার আলম বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একটা পদক্ষেপ হিসেবে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বেচ্ছায় নিজেকে আলাদা রাখার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু কিছু মানুষ নিয়ম ভেঙে দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে ঝুঁকি বাড়াচ্ছেন। তাই সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণে পুরান ঢাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান সারওয়ার আলম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ