• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সারাদেশে ৬৪ হাজার ঘর নির্মাণ করে দেবে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ মার্চ ২০১৯  

আজ থেকে সারা বাংলাদেশে এক লক্ষ ৩০ হাজার গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ দুপুরে সাভারের বক্তারপুর এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় প্রায় ১৫’শ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কোন মানুষ না খেয়ে থাকবে না। সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। এজন্য প্রতি ছয় মাস করে দেশে ১২ হাজার গৃহহীনদের বাড়ি ঘর নির্মাণ করে দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত দেশদরদী নেত্রী বিশ্বে কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি। বেদে সম্প্রদায় মাদক ব্যবসা ছেড়ে দিলে তাদেরকে পূর্ণবাসনের সুযোগ করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

ত্রাণ বিতরণকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সাইদ, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুলসহ আরো অনেকে।

এদিকে সাভার বিরুলিয়ার কুমারখোদা শ্যামপুর অশ্রয় প্রকল্প এসে পরিদর্শন করে ৪ পরিবারকে শুকনা খাবার বিতরণকালে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের ৬৪ জেলায় ৬৪ হাজার ঘর নির্মাণ করে দেওয়া হবে। খুব শিগগিরই এর কাজ শুরু হবে। ঘরগুলো আগুন, তাপ নিরোধক হবে। ঘরগুলোর লে-আউট, কালার এমনভাবে সাজানো হয়েছে যে, গ্রামকে শহরে রূপান্তর হবে।  

তিনি বলেন, দেশের কোন মানুষ না খেয়ে মরবে না। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিরুলিয়ার ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ আরো অনেকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ