• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সিংগাইর-হেমায়েতপুর সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

বেতন-ভাতা বকেয়া রেখে কারখানা বন্ধ করায় সাভারের হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের সিংগাইর যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকিফ এ্যাপারেলস ওয়াশিং অ‌্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি নামের এক পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া এলাকার সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়কে কারখানাটির কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বলেন, পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছে।

আজ বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করছেন বলে জানান তারা। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও তারা এখনো জানুয়ারি মাসের বেতন না পাওয়ায় হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে এসে অবস্থান নেন তারা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ