• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সিঙ্গাপুরে আটকেপড়া বাংলাদেশিরা ভিসার জন্য আবেদন করতে পারবেন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২০  

সিঙ্গাপুরে গিয়ে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা শেষ হতে যাচ্ছে, তারা ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারবেন।

সোমবার (৬ এপ্রিল) সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ৩০ মার্চ বাংলাদেশ হাই-কমিশন, সিঙ্গাপুরের জারি করা বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরে আটকেপড়া অনেক বাংলাদেশি হাই-কমিশনের সাথে যোগাযোগ করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া গেলে তা যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে।’

তাতে আরও বলা হয়, ‘তাছাড়া শর্ট টার্ম ভিসাতে (স্বল্প সময়ের ভিসা) সিঙ্গাপুরে আসা যেসকল বাংলাদেশি নাগরিকের ভিসার মেয়াদ ইতোমধ্যেই উত্তীর্ণ হয়েছে বা হতে যাচ্ছে, তারা সিঙ্গাপুরের ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্ট অথোরিটির (আইসিএ) নিকট ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবেন।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ