• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সিলেটে মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন না

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

সিলেটে করোনায় আক্রান্ত সন্দেহে আইসোলেনেশনে থাকা অবস্থায় মারা যাওয়া সেই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত সেই নারীর শরীরে কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, আইইডিসিআরের পরীক্ষায় ওই নারীর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

গেল রবিবার ভোররাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। পরে, ওই দিনই তাকে সংক্রমণ বিধি অনুযায়ী নগরীর মানিকপীর কবরস্থানে দাফন করা হয়।

জ্বর, সর্দি, কাশির সঙ্গে শাসকষ্টের উপসর্গ নিয়ে গত ২০শে মার্চ ওই নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। দুই দিন আইসোলেশনে থাকার পর রোববার ভোর রাতে মারা যান তিনি।

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ৪ঠা মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকার বাসিন্দা। এদিকে, মারা যাওয়া সেই নারীর পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠায় জেলা প্রশাসন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ