• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সুরমা ছাড়া দেশের সব নদ-নদীর পানি বাড়ছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মে ২০২০  

সুরমা ছাড়া দেশের সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি কমা শুরু হতে পারে। বৃহস্পতিবার (২৮ মে) দেশের বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক ও ত্রিপুরা অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর পানি সমতলে বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এদিকে বুধবার (২৭ মে) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার কাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় ১৯০, পটুয়াখালীতে ১০৪, লামায় ১১৭, বরিশালে ১০২, বান্দরবানে ১০৬ দশমিক ৮ ও বরগুনায় ৯২ দশমিক ১ মিলিমিটার। অন্যদিকে এই সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে আগরতলায় ৬৬ দশমিক ১ এবং কৈলাশহরে ৪৪ মিলিমিটার।

৯৩টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৬৬টির, কমছে ২৫টির ও অপরিবর্তিত রয়েছে একটি। তবে কোথাও বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ