• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সেই ঘটনার পর ‘আদর্শ অধিনায়ক’ হয়েছেন মেসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

গত আগস্টের শেষ সপ্তাহে রীতিমতো মুখোমুখি লড়াইয়ে উপনীত হয়েছিলেন লিওনেল মেসি ও তার ক্লাব বার্সেলোনার টিম ম্যানেজম্যান্ট। দলের ভেতরে অস্থিতীশীল অবস্থার কারণে ক্লাব ছেড়ে দেয়ার কথা জানিয়েছিলেন মেসি। তাকে আটকে রাখতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়ে ফেলেছিল বার্সেলোনা ম্যানেজম্যান্ট।

শেষপর্যন্ত আদালতে যেতে হয়নি বার্সেলোনা ও মেসিকে। নিজের প্রিয় ক্লাবের বিপক্ষে আইনি লড়াইয়ে যাওয়ার ইচ্ছা নেই বিধায়, অন্তত ২০২০-২১ মৌসুমের জন্য বার্সেলোনায় থেকে যেতে রাজি হয়েছেন মেসি। তবে ক্লাবের বিরুদ্ধে এমন মুখোমুখি অবস্থানের পর ক্লাবে থেকে গেলেও, মাঠের পারফরম্যান্স কেমন হবে- তা নিয়ে সংশয়ে ছিলেন অনেক।

তবে বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যানের এসব নিয়ে কোনো ভাবনা নেই। তিনি বরং জানালেন, সেই নাটকীয়তার পর মেসি নিজের সেরাটা দিয়ে খেলছেন এবং নিজেকে দলের আদর্শ অধিনায়কে পরিণত করেছেন। যা কি না দলের অন্যান্য খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতিতেও সহায়ক বলে মনে করেন বার্সা কোচ।

রোববার সেভিয়ার বিপক্ষে চলতি লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। এ ম্যাচের আগে সংবাদ মাধ্যমে কোম্যান বলেছেন, ‘আমার সঙ্গে প্রথম দিন থেকেই অনুশীলন এবং মাঠে দুর্দান্ত মেসি। ক্লাবের জন্য, দলের জন্য, নিজের সতীর্থদের জন্য সর্বোচ্চটাই দিচ্ছে সে। তার বিরুদ্ধে আমার কোনোদিনই আমার কোনো অভিযোগ নেই।’

এসময় অধিনায়ক মেসির প্রশংসা করে বার্সা কোচ বলেন, ‘সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে সে নিজেকে আরও একবার প্রমাণ করেছে। অধিনায়ক হিসেবে নিজের ওজন তৈরি করেছে। একজন কম নিয়ে খেলার চাপটা দলকে বুঝতেই দেয়নি মেসি। আমার কাছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি, এটা নিয়ে কোনো তর্ক নেই। বাইরে থেকেই এটা ভাবতাম আমি। এখন একসঙ্গে কাজ করে বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সে এখন অধিনায়ক হিসেবেও রোল মডেলে পরিণত হচ্ছে।’

শুধু মেসির প্রশংসায় থেমে থাকেননি কোম্যান, কথা বলেছেন পুরো বার্সেলোনা দল নিয়েই। চলতি মৌসুমেই লোন অধ্যায় শেষ করে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় ফেরা ফিলিপ কৌতিনহোর ব্যাপারে তিনি বলেন, ‘কৌতিনহো অনেক ভালো খেলোয়াড়। ইংল্যান্ডে এবং বায়ার্ন মিউনিখে খেলে অনেক কিছু শিখেছে। কোচ হিসেবে এখন আমার কাজ হলো তার মতো খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনা।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ