• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সেনা সদস্যদের দিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা চেয়ে রিট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

নূর মোহাম্মদ ও মহসীন কবির : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান) সদস্যদের দিয়ে ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

সেই সঙ্গে রাজনৈতিক দলের জোট গঠন করে একদলের প্রার্থী অন্যদলের প্রতীক নিয়ে নির্বাচন করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে আইনসচিব, নির্বাচন কমিশনসহ ১০ জনকে বিবাদি করা হয়েছে।।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ