• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্থগিত হতে পারে অলিম্পিক, বললেন শিনজো অ্যাবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

কভিড-১৯ করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যেতে পারে ক্রীড়া জগতের বড় আয়োজন টোকিও অলিম্পিক। প্রথমবারের মতো বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। 

আজ সোমবার অ্যাবে বলেন, আমাদের আগে অ্যাথলেটদের স্বাস্থ্যের বিষয়ে ভাবতে হবে। অলিম্পিক স্থগিতের বিষয়টি বিবেচনা ছাড়া আমাদের কাছে আর হয়তো কোনো পথ খোলা নেই।

তবে তিনি অলিম্পিক বাতিল হোক সেটা চান না। অ্যাবে বলেন, বাতিল করলে সেটা কোনো সমস্যা সমাধান করবে না, কেউ সেটা দ্বারা উপকৃতও হবে না। বাতিলের বিষয়ে তারা চিন্তাও করছেন না।  

আগামী ২৪ জুলাই জাপানের টোকিও অলিম্পিক শুরু হওয়ার কথা। গতকাল রবিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলেছিল, অলিম্পিক স্থগিতের বিষয়ে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ