• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের পরামর্শ স্পিকারের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে শারদীয় দূর্গা উৎসব উদযাপন করার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্পিকার তার নিজ সংসদীয় আসন রংপুর ৬-এ শারদীয় দূর্গা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ পরামর্শ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সকলের সহযোগিতায় দেশে আজ সকল ধর্মের মানুষ সুষ্ঠু, সুন্দর, নির্মল ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সবাই শারদীয় দূর্গা উৎসব পালন করুন।

অনুষ্ঠান থেকে তিনি পীরগঞ্জে শারদীয় দূর্গা উৎসবের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা রাণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খলিল, ৯২টি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ