• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হলে পরীক্ষার্থী, দেয়ালে দুর্বৃত্ত স্বজন!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

আজ থেকে ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। তবে পুলিশি পাহারায় থাকার পরও পশ্চিমবঙ্গের মালদহ জেলায় মাধ্যমিকের প্রথমদিনেই চলল নকল সরবরাহের কাজ। পরীক্ষার্থীদের হাতে উত্তর পৌঁছে দিতে প্রাণের ঝুঁকি নিয়ে দেয়ালে উঠে পড়তেও পিছপা হলেন না অনেকেই। সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়।

এর আগে মঙ্গলবার দুপুর বারোটায় রাজ্যের মালদহ জেলায় বাংলা পরীক্ষা শুরুর এক ঘণ্টার মাথায় অনলাইনে বার্তা আদান-প্রদানের সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপে সেই প্রশ্ন ছড়িয়ে পড়ে। গোটা ঘটনা নিয়ে রাজ্যটিতে হইচই শুরু হয়েছে।

প্রশ্ন ফাঁস রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৪৩টি ব্লকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। পরীক্ষা কেন্দ্রে পুলিশসহ অন্যান্য কর্তৃপক্ষের ছিল কড়া নজরদারি। পরীক্ষাকেন্দ্রের বাইরেও ছিল পুলিশি নিরাপত্তা। এত কিছুর পরেও মাধ্যমিকের প্রশ্ন ফাঁস আটকানো গেল না। আর নকল সাপ্লাই তো চলে পুলিশি পাহারার মধ্যেই।

রাজ্যেটির একাধিক স্কুলে পুলিশি নিরাপত্তা সত্ত্বেও টোকাটুকির ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবেই শেষ হয়ে মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। বাকি পরীক্ষাগুলো ভালোভাবে পরীক্ষা পরিচালনা করতে তৎপর পুলিশ-প্রশাসন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ