• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

হোয়াটসঅ্যাপে বেচা-কেনাও করা যাবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ নভেম্বর ২০২০  

ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপে নতুন ফিচার এসেছে। হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করে চ্যাট থেকেই সরাসরি যেকোনো জিনিস বিক্রি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছে, বিজনেসের সঙ্গে সব মেসেজ ফেসবুকের হোস্টিং ব্যবহার করা হবে। অনেক চিন্তা-ভাবনার পরেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজনেস অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন মেসেজ পাঠানোর জন্য পৃথক টাকা নেয় ফেসবুক। এবার হোয়াটসঅ্যাপ থেকে ব্যবসায়ীরা বিক্রি শুরু করলে এ অ্যাপের মাধ্যমেও আয় করতে পারবে জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্ম।

এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের সব চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে। ফেসবুকের হোস্টিং ব্যবহার হলে ব্যবসায়ীরা গ্রাহকদের মেসেজ পাঠাতে পারবেন না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সার্ভিং প্রোভাইডারের মতো এসব ব্যবসায়ীদের হোস্টিং সার্ভিস দেবে ফেসবুক।

প্রতিদিন হোয়াটসঅ্যাপে গড়ে প্রায় ১ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের অন্যান্য অ্যাপগুলো দিনে ২৫০ কোটির বেশি ব্যবহার হয়ে থাকে। নতুন এ ফিচারের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা লাভবান হবে বলে মনে করে হোয়াটসঅ্যাপ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ