• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

১৩ হাজার দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২০  

করোনায় লকডাউনে কর্মহীন ১৩ হাজার ২৩৮টি দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী। প্রতিটি পরিবারকে চাল, ডাল, পিয়াজ, তৈল, আটা, আলু দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল সিটি করপোরেশন এবং বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের প্রায় ৮০টি স্পেটে পিকআপ ভ্যানে করে ত্রান সামগ্রী পৌছে দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন এস আর সমাজ কল্যাণ সংস্থার প্রধান সালাহউদ্দিন রিপনের অর্থায়নে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের সংস্থার কার্যালয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা প্রশাসক এসএম অজিয়র বলেন, এসআর সমাজ কল্যাণ সংস্থা দেশের এই দুর্যোগের সময় লকডাউনে কর্মহীনদের পাশে দাড়িয়েছে। এসআর সমাজ কল্যান সংস্থার মতো বৃত্তবানদের কর্মহীনদের পাশে দাড়ানো উচিত। তাহলেই শ্রমজীবীদের দুশ্চিন্তায় থাকতে হতো না।

এসআর সমাজ কল্যাণ সংস্থার অর্থ-সম্পাদক এইচ এম আলাউদ্দিন বিপ্লব বলেন, তিনটি ধাপে বিভক্ত করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জেলা প্রশাসক ৫ এপ্রিল প্রথম ধাপের ত্রান কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম ধাপে ৬ হাজার ৫৩৮টি পরিবারকে চাল, ডাল, তেল, আলু দেয়া হয়। দ্বিতীয় পর্বে ৪ চার হাজার ২০০ পরিবারকে আটা, আলু, পিয়াজ দেয়া হয়। তৃতীয় ধাপ আজ বুধবার শুরু হয়েছে। তৃতীয় ধাপে ২ হাজার ৫০০ টি পরিবারকে আটা, আলু এবং পিয়াজ দেয়া হবে। বরিশাল সিটি এবং সদর উপজেলার দশ ইউনিয়ন ৮০টি স্পটে সামাজিক দূরত্ব বজায় রেখে পিকআপে করে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ