• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

১৭০০ কো‌টি টাকার উদ্ধার সামগ্রী কিনবে সরকার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

দুর্যোগ মোকাবেলায় এক হাজার সাতশ কো‌টি টাকার উদ্ধার সামগ্রী কেনা হবে বলে জা‌নি‌য়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।বৃহস্প‌তিবার ঢাকায় লালমাটিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে সচেতনতামূলক  মহড়ায় তি‌নি এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী ব‌লেন, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের দক্ষতা বাড়াতে ১৭শ কো‌টি টাকার উদ্ধার সামগ্রী কেনা হবে। তাছাড়া প্রতিবছর ২০টি করে দুর্যোগ সহনীয় নৌযান তৈরি করে বন্যাকবলিত এলাকাসমূহের জন্য প্রস্তুত রাখা হবে, যাতে বন্যাকবলিত মানুষজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া যায়।

তিনি নৌযানগুলোর নকশা সম্পর্কে জানিয়ে বলেন, ‌এসব নৌযান এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন মানুষজন ছাড়াও গৃহপালিত পশুপাখি বহন করা যায়। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নৌযানসমূহে বিশেষ ব্যবস্থা রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুর্যোগ কখনো বলে-কয়ে আসে না। তাই দুর্যোগ মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রাখা দরকার। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল  মডেল । গত বছর ঘূর্ণিঝড় ফনি এবং বুলবুল সফলভাবে মোকাবিলা করে সরকার সারাবিশ্বে সুনাম কুড়িয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসিন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ