• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

২৫ মার্চ সকাল থেকে খুলনায় দূরপাল্লার যান চলাচল বন্ধ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

খুলনা থেকে আগামী ২৫ মার্চ ভোর ৬টা থেকে দূরপাল্লার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকবে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাস চলাচল শুরু করা হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৪৬ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৩২৯ জন। 

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের তথ্যমতে, দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। এদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ