• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৪ শ’ প্রান্তিক জনগোষ্ঠি পেল চোখের আধুনিক চিকিৎসা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গোপালগঞ্জে  ৪ শ’ প্রান্তিক জনগোষ্ঠি পেয়েছে চোখের আধুনিক চিকিৎসা। শুক্রবার  মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের বোয়ালিয়া নেজাম উদ্দিন বিদ্যালয়ে এ্যাড.কাজী আব্দুর রশীদ ফাউন্ডেশনের সহযোগিতায়  গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন আয়োজিত এ চক্ষু ক্যাম্প থেকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে চিকিৎসক, নার্স ও অরিবিসের কর্মকর্তারা এ সেবা প্রদান করেন।
সকালে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ।
গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের মুকসুদপুর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান রিফাতুল আলম মুসা, নেজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ