• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৫ হাজার কোটি টাকা কৃষিঋণ দিচ্ছে সরকার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় ৫ হাজার কোটি টাকা কৃষিঋণ দিচ্ছে সরকার। ৫ শতাংশ সুদে শস্য, মৎস্য ও প্রাণিসম্পদে এ ঋণ পাবেন কৃষকরা। রোববার (১২ এপ্রিল) সরকারের তৃতীয় প্রণোদনা প্যাকেজে এ ঘোষণা আসতে পারে।

শনিবার (১১ এপ্রিল) এ বিষয় জানতে চাইলে কৃষি সচিব নাসিরুজ্জামান বলেন, ‘৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার কৃষিঋণ ঘোষণা করতে যাচ্ছে সরকার। শস্য, মৎস্য ও প্রাণিসম্পদে কৃষকরা এ ঋণ পাবেন। সেপ্টেম্বর মাস থেকে এ ঋণ বিতরণ শুরু হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে বাণিজ্যিক ব্যাংকগুলো এই অর্থ পাবে। আর কৃষকরা এই ঋণ পাবেন ৫ শতাংশ সুদে। রোববার প্রধানমন্ত্রী হয়তো এ ঋণের বিষয়ে ঘোষণা দিতে পারেন।’

শুধু কৃষি ব্যাংক নয়, সব বাণিজ্যিক ব্যাংক থেকে এ ঋণ পাওয়া যাবে বলে জানান কৃষি সচিব।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ