• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৭৩ কেজি ওজনের বাঘাইড় মাছ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

প্রতি বছর বাংলা মাঘ মাসের শেষ বুধবার বগুড়ার গাবতলী উপজেলায় বসে ঐতিহ্যবাহী ‘পোড়াদহের মেলা’। এবার মেলায় দৃষ্টি কেড়েছে ৭৩ কেজি ওজনের বাঘাইড় মাছ। বিফল সরকার নামে এক ব্যবসায়ী মেলায় নিয়ে আসেন ৭৩ কেজি ওজনের বিশাল বাঘাইড় মাছটি। বিক্রি হয়েছে ১২শ’ টাকা কেজি দরে।

মেলা ঘুরে দেখা যায়, প্রতি বছরের মতো বেশ বড় সাইজের বড় ও মাঝারি সাইজের বিপুলসংখ্যক মাছ উঠেছে মেলায়। এর মধ্যে ১৩টি বাঘাইড়, ২৫টি বোয়াল ও ২৭টি রুই-কাতলা নিয়ে মেলায় আসেন সিরাজগঞ্জের বেলকুচি এলাকার মাছ ব্যবসায়ী লুৎফর রহমান। মাছগুলোর একেকটির ওজন প্রায় ৫০ কেজি।

পোড়াদহ মেলা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে এক মাস আগে থেকে বড় সাইজের মাছ সংগ্রহ করতে থাকেন ব্যবসায়ীরা। এরপর মেলায় এনে মাছগুলো বিক্রি করেন তারা।

প্রায় দেড়শ’ বছর আগে পোড়াদহ এলাকায় আশ্রয় নেওয়া এক হিন্দু সন্ন্যাসীর স্মরণে এ মেলা শুরু হয় বলে জানা যায়।

বগুড়া শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে বসা প্রাচীন এই মেলায় শুধু বগুড়ারই নয়, আশপাশের কয়েক জেলার মানুষও ভীড় করেন। পোড়াদহের মেলাটি একদিনের হলেও আশপাশের গ্রামে জামাই উৎসব চলে তিনদিন।

আজ বৃহস্পতিবার ওই স্থানেই ‘বউ মেলা’ বসেছে। সদ্য বিবাহিত নারী অর্থাৎ নতুন বউদের জন্য চুড়ি, ফিতা ও কানের দুল এবং ইমিটেশনের গহনাসহ রূপচর্চার নানা সামগ্রী দেখতে ও কিনতে বাবার বাড়িতে নাইওরে আসা নারী এবং স্থানীয় নববধূরা ‘বউ মেলা’য় ভিড় করবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ