• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৮৬২ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জের ৮৬২টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে জাতীয় নির্বাচনের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

প্রতিটি স্কুলে ১২জন করে কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছে এর মধ্যে ৭জন নির্বাচিত হবেন। পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার জন্য ছাত্র-ছাত্রীরা লাইনে দাঁড়িয়। পরে ৩য় থেকে ৫ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীরা প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়ে তাদের ভোটার নাম্বার জানিয়ে পরিচয় নিশ্চিত করে ভোট প্রয়োগ করে।

যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে পানি, সম্পদ, পুস্তক ও লিখন সামগ্রীক, স্বাস্থ্য, বৃক্ষ রোপন ও বাগান তৈরি, ক্রীড়া ও সংস্কৃতিক, অভ্যর্থনা ও আপ্যায়ন, পরিবেশ সংখ্যান দপ্তর ভাগ করে দেয়া হবে। গত ১১-১৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত নমিনেশন ফরম পূরনের কাজ হয়।

এ নির্বাচনে পোলিং অফিসার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার পর্যন্ত দায়িত্ব পালন করেছে। সার্বিক বিষয়গুলো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য এবং কর্মকর্তারা তদারকি করেছেন।

শিক্ষার্থী, ভোটার, প্রার্থী এবং শিক্ষকেরা বলেছেন, এ নির্বাচন আগামী দিনে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এবং গণতন্ত্র চর্চায় ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়নে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতেও সহায়তা করবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ