• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে ইয়াছিন মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বুধবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানী ঢাকার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ এর ফ্লাইট লেফটেল্যান্ট রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইয়াছিন মোল্লা কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতাইল গ্রামের ছাত্তার মোল্লার ছেলে ও নিহত রুনা আক্তার টুম্পার স্বামী।

ফ্লাইট লেফটেল্যান্ট রাসেল জানান, নিহত রুনা আক্তার ওরফে টুম্পার সঙ্গে ইয়াছিন মোল্যার প্রায় সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ইয়াছিন মোল্লা ও তার পরিবার বিভিন্ন সময় যৌতুকের দাবিতে টুম্পার উপর নিযার্তন করে আসছিল। এতে টুম্পার বাবা বিভিন্ন সময়ে ধার করে প্রায় দেড় লাখ টাকা দেয়। পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কিন্তু টুম্পা যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় গত ৭ আগস্ট সকালে টুম্পাকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আসামিরা পালিয়ে যায়। 

এ ঘটনার পর দিন নিহত রুনা আক্তার টুম্পার বাবা বাদী হয়ে নিহতের স্বামীকে প্রধান আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর ঢাকার তুরাগ এলাকায় থেকে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইয়াছিন মোল্লাকে সন্ধ্যায় কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ