• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচী পালন করে।

আজ শনিবার(০৯ ডিসেম্বর)সকাল ৯টায় জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে জাতীয় ও দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

পরে সেখান থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক বিজন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সভায় বক্তারা বলেন, দূর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয় তাই সকলকে দূর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ