• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে জমি বিরোধে ভাগনেকে গুলি, এয়ারগানসহ মামা গ্রেপ্তার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ মে ২০২৪  

 গোপালগঞ্জে জমি-জমা বিরোধের জেরে আপন ভাগনে রাশেদুজ্জামান তানিমকে (২৯) গুলি করে আহত করার অভিযোগ উঠেছে মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামালের বিরুদ্ধে।  

এ ঘটনায় মামা মোস্তফা কামালকে এয়ারগানসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাশেদুজ্জামান তানিম গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার শাহিদুজ্জামান মিয়ার ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা কামালকে আজ রোববার (১২ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, নবীনবাগ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামালের সঙ্গে জমি নিয়ে তার দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল শনিবার বিকেলে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে মামা মোস্তফা কামাল তার এয়ারগান দিয়ে দুলাভাই শাহিদুজ্জামান মিয়ার পরিবারকে লক্ষ্য করে ৩০টির মতো গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ভাগনে রাশেদুজ্জামান তানিম। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরও জানান, এ ঘটনায় আহতের বাবা শাহিদুজ্জামান মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামা মোস্তফা কামালকে এয়ারগানসহ গ্রেপ্তার করে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ