• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্র-কানাডার ৪২ প্রেক্ষাগৃহে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ জুলাই ২০২৩  

দেশীয় প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ঈদ উপলক্ষ্যে মুক্তি পেয়েছে দেশের ১০৭টি সিনেমা হলে। মুক্তির পর থেকেই দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে ছবিটি। দর্শক চাহিদায় শো বাড়িয়েছে মাল্টিপ্লেক্সগুলো।

শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’। যুক্তরাষ্ট্রের ৩৭ ও কানাডার ৫টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়া কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এটি একটি রেকর্ড।

আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক বলেন, ‘সামার ভ্যাকেশনের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা এতগুলো থিয়েটার নিয়ে কানাডা ও আমেরিকায় মুক্তি পেল। হলিউডসহ পৃথিবীর অন্যান্য বড় সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এটি সুপার পিক সিজন। তাদের বড় বড় সব সিনেমার দাপটে এ সময়ে সিনেমা চেইনগুলোতে জায়গা পাওয়া মোটামুটি অসম্ভব। এখন ৪২টি হল পাওয়া আসলে অন্য সময়ে ১৪২টি হল পাওয়ার সমান।’

হল সংখ্যা আরও বাড়বে জানিয়ে তিনি বলেন, “ব্লকবাস্টার ওপেনিং পেলে পরের সপ্তাহগুলোতে ‘প্রিয়তমা’র থিয়েটার সংখ্যা বাড়তে থাকবে।”

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ