• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

২০০ বছরের পুরনো টেলিস্কোপ বিক্রি করতে এসে ধরা ৬

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ২০০ বছরের পুরনো একটি টেলিস্কোপসহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া টেলিস্কোপটি ১৮১৮ সালের তৈরি। এছাড়া টেলিস্কোপে গায়ে লেখা ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

শুক্রবার রাতে নগরীর প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানি মোড়স্থ হোটেল গোল্ডেন টাওয়ার নামে একটি আবাসিক হেটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার দেওয়ান খোরশেদের ছেলে দিওয়ান রবিউল সালাম, নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান, পাবনার জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম, আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক, পঞ্চগড়ের আব্দুর করিমের ছেলে জাহিদুল ইসলাম ও রুস্তম আলীর ছেলে শাহ আলম।

পুলিশ জানায়, ঐতিহাসিক মূল্যবান এ ধাতব যন্ত্রটি ক্রয়-বিক্রয়ের উদ্দেশে ওই হোটেলে অবস্থান করছিলেন আটককৃতরা। তাদের ভাষ্যমতে, টেলিস্কোপটির দাম আনুমানিক চার কোটি টাকা। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, টেলিস্কোপটি প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টাকালে তাদের আটক করে ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ