• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০২৩  

ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।

স্থানীয় সময় সোমবার (২২ মে) ভোরে পশ্চিম তীরের নাবলুস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সৈন্যদের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা মধ্যরাতে ক্যাম্পে হামলা চালায়। পরে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তখন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বাড়ছেই।

সূত্র- সিনহুয়া

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ