• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিমানবন্দরে গুলিতে আত্মহত্যার চেষ্টা নিরাপত্তারক্ষীর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক সদস্য।

গলায় গুলিবিদ্ধ হওয়া ওই নিরাপত্তারক্ষীকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে এ ঘটনা ঘটেছে বলে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে চলা হয়েছে।

আত্মহত্যার চেষ্টাকারী সিআইএসএফ সদস্যদের নাম শ্রী বিষ্ণু (২৫), বাড়ি তেলেঙ্গানায়। ২০২২ সালে তিনি সিআইএসএফে যোগ দেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ভোর সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই গুলির শব্দ পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে সুভাষ বসু বিমানবন্দরে।

উপস্থিত নিরাপত্তারক্ষীসহ অন্যান্য ঘঠনাস্থলে ছুটে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিষ্ণুকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ওই নিরাপত্তারক্ষীর ইনস্যাস রাইফেলটি।

সিআইএসএফ সদস্য কেনো আত্মহত্যার চেষ্টা করে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, কারণ খতিয়ে দেখতে এরি মধ্যে তদন্ত শুরু হয়েছে।

ওই নিরাপত্তারক্ষী কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে হতাশ বা অবসাদে ভুগছিলেন কিনা, খতিয়ে দেখা হচ্ছে সে বিষয়টিও।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ