• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২  

মানববন্ধন ও আলোচনাসভার মধ্য দিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ প্রতিপাদ্য নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

পরে প্রশাসকের কার্যালয়ের সমানের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো. সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে পুলিশ সুপার আশেয়া সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, জেলা দুনীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক মেজর (অব.) সরদার নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ