• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ মে ২০২৪  

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গোসল করতে নেমে পুকুরে ডুবে মামাতো ও ফুফাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের আকসার মোল্লার ছয় বছরের ছেলে আবু বক্কর মোল্যা ও বাঘাট গ্রামের সুজন শেখের সাত বছরের মেয়ে আয়েশা। তারা সম্পর্কে দুজনের মামাতো ও ফুফাতো ভাই-বোন।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম বলেন, কয়েক দিন আগে মা ও ভাইয়ের সঙ্গে কানুরিয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে শিশু আয়েশা। বিকেলে মামাতো ভাই আবু বক্কর ও ভাই আদিলকে নিয়ে সে মামার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় দুজন পুকুরের পানিতে তলিয়ে গেলে আদিল বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়।

তিনি আরো বলেন, বিষয়টি জানতে পেরে ওই পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ