• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গণতন্ত্রে না ফিরলে বিলুপ্ত হবে বিএনপি: কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না এলে রাজনৈতিক দল হিসেবে এক সময় তারা বিলুপ্ত হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ছাড়াই দেশে ভালোভাবে এগিয়ে যাচ্ছে গণতন্ত্র ও রাজনীতি। উপজেলা নির্বাচনও বিএনপিকে ছাড়াই অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে।

‘বোধশক্তির উন্নতি না হলে এবং বিএনপি গণতন্ত্রের পথে ফিরে না আসলে, রাজনৈতিক দল হিসেবে এক সময় তারা বিলুপ্ত হয়ে যাবে,’ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বলেন, কথায় কথায় ডামি নির্বাচন বলে রাজনীতিতে অকার্যকর হয়ে নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি।

আর সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি কোনো চক্রান্তই আওয়ামী লীগ আমলে নিচ্ছে না বলেও মন্তব্য করেন দলটির সাধারণ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্ব যুদ্ধ-সংঘাতের মতো এক ভয়ংকর পরিস্থিতিতে দাড়িয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন।

‘শেখ হাসিনা সারাবিশ্বে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগ্রাসী ভূমিকাসহ সব যুদ্ধের বিরুদ্ধেই আওয়ামী লীগ সভানেত্রীর অবস্থান,’ বলেন তিনি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ