মাঠে ২০ টাকায় মিলছে ১ মণ শসা,বাজারে কেজি ২০
দৈনিক গোপালগঞ্জ
প্রকাশিত: ৪ মে ২০২২

পঞ্চগড়ের উপজেলা সদরের পাথর ঠাকুর এলাকার কৃষক রফিকুল ইসলাম। তিনি বিশ কাঠার এক বিঘা জমিতে ৩০ হাজার টাকা খরচে শসা চাষ করেছেন। ভেবেছিলেন রমজান মাসে ফসল উঠলে ভালো দাম পাবেন। কিন্তু হঠাৎ করে বাজারে শসার মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় তিনি মাত্র পঞ্চাশ টাকার শসা বিক্রি করতে পেরেছেন। এরপর আর শসা ক্ষেত থেকে তোলেননি। কৃষক রফিকুলের মতো একই অবস্থা চলতি মৌসুমে জেলার বিভিন্ন এলাকার শসা চাষিদের।
পঞ্চগড়ের বিভিন্ন শসার ক্ষেত থেকে ৫০ পয়সা কেজি দরে বিক্রি হচ্ছে শসা। অর্থাৎ ২০ টাকায় মিলছে এক মণ শসা। এদিকে ঢাকায় ১ কেজি শসার দাম ২০ টাকা। বিভিন্ন ক্ষেতে শসার বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
গত এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে শসার দাম কেজি প্রতি ৪০ টাকা মাত্র ৫০ পয়সায় নেমে এসেছে। কয়েক হাত ঘুরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা কেজি দরে। চলতি মৌসুমে শসা চাষে ব্যাপক লোকসান গুনেছেন কৃষকরা। অনেকে পুঁজি হারিয়ে সর্বশান্ত হয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় ২১০ হেক্টর জমিতে শসার চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। রমজানের আগেও চাষিরা শসা বিক্রি করেছেন ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। রমজানের কয়েকদিনের মধ্যে শসার দাম কমতে থাকে।
বর্তমানে ক্ষেতে শসা বিক্রি হচ্ছে ৫০ পয়সা কেজি দরে। কৃষকের কাছ থেকে ৫০ পয়সায় শসা কিনে ব্যবসায়ীরা পাঠাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী, সিলেট, খুলনা, যশোর, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায়। স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়।
রোববার জেলার বিভিন্ন এলাকার শসার ক্ষেত ঘুরে দেখা গেছে, বিভিন্ন ক্ষেতে শসার বাম্পার ফলন হয়েছে। এসব কৃষক রমজান মাসকে লক্ষ্য রেখে ভালো দাম পাওয়ার আশায় সময় অনুযায়ী শসার চাষ করেছেন। কিন্তু রমজানের আগেও যেখানে কৃষকরা শসা বিক্রি করেছেন কেজি প্রতি ৪০ টাকা। এখন তা নেমে আসে ৫০ পয়সা কেজি দরে।
ধারদেনা করে শসা চাষ করে এখন বড় অংকের লোকসান গুনতে হচ্ছে চাষিদের। এসব চাষিদের প্রতি বিঘা জমিতে শসা চাষ করে উৎপাদন খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। বিঘা প্রতি ফলন হয়েছে ১০ থেকে ১২ হাজার কেজি। ৫০ পয়সা কেজি দরে বিক্রি করে দাম পাচ্ছেন মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা। এতে বিঘা প্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ক্ষেত থেকে শসা তুলতে মজুরি পর্যন্ত হচ্ছে না। এজন্য অনেক চাষির ক্ষেতেই নষ্ট হচ্ছে শসা।
পাথর ঠাকুর এলাকার শসা চাষি রফিকুল ইসলাম বলেন, আমি এক বিঘা জমিতে শসার আবাদ করে মাত্র ১৫ টাকার শসা বিক্রি করতে পেরেছি। এখন আর শসা ক্ষেতে যাই না। মূলত এবার শসার বাম্পার ফলন হওয়ায় শসার চাহিদার বিপরীতে সরবরাহ অনেক বেশি। এজন্য শসার দাম একেবারে কমে গেছে।
একই উপজেলার বামনপাড়া এলাকার কৃষক তজমল হক বলেন, ‘কৃষকের এই দুরাবস্থা দেখার কেউ নেই। একদিনের শসা বিক্রি করে একটা কামলার দাম ওঠে না। কৃষকরা মাঠে মারা গেলেও বিষয়টি কেউ দেখছে না। এভাবে চলতে থাকলে আমরা সবজি চাষাবাদে আগ্রহ হারিয়ে ফেলব।’
তেঁতুলিয়া উপজেলার খয়খট পাড়া এলাকার কৃষক রবিউল ইসলাম বলেন, ‘আমি তিন বিঘা জমিতে শসা চাষ করেছি। আমার খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। এখন পর্যন্ত মাত্র ১৫ হাজার টাকার শসা বিক্রি করতে পেরেছি। বাকি শসা ক্ষেতেই নষ্ট হচ্ছে।
পঞ্চগড় কাঁচা বাজারের আড়তদার আসলাম উদ্দিন বলেন, বাজারে শসার আমদানি অনেক বেশি। এজন্য দাম কমে গেছে। আগে বিঘা প্রতি জমি থেকে সপ্তাহে ২ থেকে ৩ বস্তা শসা সংগ্রহ করা হত। ফলন ভালো হওয়ায় এখন বিঘা প্রতি একই সময়ে শসা সংগ্রহ করা হচ্ছে ১৫ থেকে ২০ বস্তা। আমরা শসা দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পারতাম। এখন জেলার বাইরেও শসার চাহিদা নেই। রমজান মাসে শসার এমন বাজার আগে দেখিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহ মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘সাধারণত রমজানে শসা ভালো দামে বিক্রি হয়। এজন্য চাষিরা সময় মেপে শসার আবাদ করেন।
এবারও তাই হয়েছে এবং প্রতিটি ক্ষেতেই শসার বাম্পার ফলন হয়েছে। তবে শুরুতে দাম ভলো পেলেও এখন বাজার একেবারে নেমে গেছে। ক্ষেত থেকে ৫০ পয়সা কেজি দরে শসা বিক্রি করছেন কৃষকরা। ঠান্ডা আবহাওয়ার কারণে শসার চাহিদা কিছুটা কমে যায়। তবে গরম আবহাওয়া বৃদ্ধি পেলে দাম কিছুটা বাড়তে পারে।

- এইচএসসির ফল ৮ ফেব্রুয়ারি
- রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে আলোচনায় বসছে বাংলাদেশ-ফিলিপাইন
- প্রধানমন্ত্রীর সভাস্থল পরিণত হয়েছে জনসমুদ্রে
- মায়ের সঙ্গে আসামির ফোনালাপে বেরিয়ে এলো হত্যারহস্য
- ২০২৫ সালে চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ হতে পারে
- পুলিশ তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে
- বঙ্গবন্ধু আজীবন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন
- নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগ: কাদের
- তরুণরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে; শিরীন শারমিন চৌধুরী
- দরিদ্র শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ
- আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে হুজির হাল ধরেন ফখরুল
- তত্ত্বাবধায়ক সরকারের দাবি একেবারেই অযৌক্তিক : শিক্ষামন্ত্রী
- ভারত গরু দেওয়া বন্ধ করলেই কৃতজ্ঞ থাকব : স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে গাজীপুরের সংসদ সদস্য এর শ্রদ্ধা
- পাঠ্যপুস্তকে ভুল: যেভাবে দেখছেন শিক্ষাবিদরা
- রুদ্ধশাস লড়াইয়ে ৪ রানের জয় কুমিল্লার
- স্মার্ট সিটি গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক : স্থানীয় সরকারমন্ত্রী
- বিএনপির পদযাত্রা নয়, এটা তাদের মরণযাত্রা: ওবায়দুল কাদের
- এক সকালেই ভারতে তিন প্লেন বিধ্বস্ত
- ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান সেনাপ্রধানের
- রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন শুধু দুইজন
- গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ২৫
- দৃষ্টিনন্দন এক ছোট মসজিদ
- রজব মাসের আমল
- পুরোনো কৃষি পদ্ধতি বদলানোর বিকল্প নেই: কৃষিমন্ত্রী
- সিলেটকে ৯২ রানে থামালো রংপুর
- রাজশাহীতে ৩৩ উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
- প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী
- বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- আজ মেট্রোরেলের প্রথম সাপ্তাহিক বন্ধ, ফিরে যাচ্ছেন যাত্রীরা
- গোপালগঞ্জে ট্রাক চাপায় নারীর মৃত্যু
- গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মা নিহত, ছেলে আহত
- গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবক নিহত
- ৮০ শতাংশ কাজ শেষ
চলতি বছরই রেল যাবে কক্সবাজার, বদলে যাবে পর্যটন - গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ২৫
- ইজতেমায় মুসল্লি পরিবহনে ৫ জোড়া বিশেষ ট্রেন
- সহকারী জজ নিয়োগ পরীক্ষায় বশেমুরবিপ্রবির প্রথম সাফল্য আনিছ মুন্সীর
- মাদারীপুরে স্থানীয় দলাদলির জেরে ভ্যানচালকে কুপিয়ে হত্যা
- ফরিদপুরে ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
- মুকসুদপুরে ঘুস নিয়ে ভূমিহীনকে হয়রানির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে
- ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই বাকপ্রতিবন্ধীর
- সাত বছরের শিশু ১০ মাসে হাফেজ!
- মুন্সিগঞ্জ এক কনের বাড়িতে হাজির ৭০ বর!
- ফরিদপুরে পুরুষাঙ্গ হারালো যুবক, রহস্য উদঘাটন হয়নি
- শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক
- গোপালগঞ্জে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত
- নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
- গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন এর কমিটি গঠন
- গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
