• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

সিরাজদিখানে গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া ও দানিয়াপাড়ায় গঙ্গা স্নান ও দিনব্যাপী গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ভোর থেকে সন্তোষপাড়া এলাকার ভক্ত বৃন্দের আয়োজনে অষ্টমি তিথিতে গঙ্গা স্নান ও মেলা একদিনের মেলা হয়।

গঙ্গা স্নানে ভোর থেকে ভক্তরা পূণ্যের আশায় হাতে বেলপাতা, ফুল, ধান-দূর্বাসহ বিভিন্ন উপকরণ গঙ্গার বুকে অর্পণ করে স্নান করেন। গঙ্গা স্নানে উপজেলা বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের অনেক পূণ্যার্থীরা অংশ গ্রহণ করেন। গঙ্গা স্নান শেষে বুধবার দুপুর থেকে সন্তোষপাড়া গৌর নিতাই মন্দিরে মহানামজ্ঞানুষ্ঠান হয়।

স্নান করতে আসা ভক্ত পল্টু দাসের স্ত্রী মনি দাস বলেন, আমরা প্রতিবছর এখানে গঙ্গা স্নান করতে আসি। এখানে স্নান করতে বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসেন। মূলত বিশ্বশান্তি ও পাপাচার থেকে মুক্ত হতেই গঙ্গায় স্নান করা। গঙ্গা স্নান উপলক্ষ্যে মেলা বসে। দুই বছর আগে করোনার কারণে এখানে ও অনেক জায়গায় মেলা হয়নি। আমাদের অনেক কষ্টে কেটেছে। প্রতিবছর এই গঙ্গা স্নানে আসি।

পাল পুরোহিত শ্রী মদন চক্রবর্তী বলেন, এ বছর এখানে ভক্ত সমাগম কম হয়েছে। তবে গঙ্গা স্নানে আসতে মাইকিং করে এখানে আসতে এবং স্বাস্থ্যবিধির ব্যাপারে সতর্ক করা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ