• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

তুরাগতীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪  

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে এ নামাজ শেষ হয়।

জুমার নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের।

এর আগে, দুপুর ১টা ৩৮ মিনিটে খুতবা শুরু হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া লাখো মুসল্লির পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা অংশ নেন।

উল্লেখ্য, টঙ্গীর ‍তুরাগতীরে অনুষ্ঠিত হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের ইজতেমার মূল আনুষ্ঠানিকতা আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়। বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলার। তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা করেছেন মাওলানা নুরুর রহমান। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ