• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গুগল নিয়ে এলো পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩  

নিউ ইয়র্কে ‘মেড বাই গুগল’ ইভেন্টে নতুন পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো, পিক্সেল ওয়াচ ২, পিক্সেল বাডস প্রো, অ্যানড্রয়েড ১৪ ওএস উন্মোচন করেছে গুগল। ৬.৭ ইঞ্চি ডিসপ্লেসংবলিত পিক্সেল ৮ প্রোতে আছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর, পাঁচ গুণ বেশি জুম করার সুবিধাসহ ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স ও ৪৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। ফোনটির দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে (এক লাখ ৯ হাজার ৮৯৮ টাকা)। ৬.২ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের পিক্সেল ৮ ফোনে আছে ৫০ ও ১২ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফির জন্য আছে ১০.৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির দাম শুরু হবে ৬৯৯ ডলার থেকে (৭৬ হাজার ৮৯৫ টাকা)। ২৪ ঘণ্টার ব্যাটারি লাইফসহ এসেছে পিক্সেল ওয়াচ ২। দাম শুরু হয়েছে ৩৪৯ ডলার থেকে (৩৮ হাজার ৩৯২ টাকা)। ডিভাইসগুলো বাজারে পাওয়া যাবে ১২ অক্টোবর থেকে। ফোনে কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড নয়েজ কমানোর ফিচারসহ এসেছে পিক্সেল বাডস প্রো। পাওয়া যাবে ১৯৯ ডলারে (২১ হাজার ৮৯১ টাকা)। উন্নত পাস কি সাপোর্ট, হেলথ ট্র্যাকিং সিস্টেম, কয়েকটি কাস্টমাইজেশন আপডেটসহ এসেছে অ্যানড্রয়েড ১৪ ওএস। এ ছাড়া ছবির ক্যাপশন, বাজারের লিস্ট লিখতে এবং ই-মেইলের তথ্য দিতে পারসোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘অ্যাসিস্ট্যান্ট উইথ বার্ড’ নিয়ে আসার ঘোষণাও দিয়েছে গুগল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ