• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মে ২০২৩  

গোপালগঞ্জে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-এর আয়োজন করা হয়েছে। আজ সোমবার ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত এ ভূমি সপ্তাহ চলবে।

আজ সোমবার জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যা লীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ নাজমুন নাহার। জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ রুহুল আমীন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এই সেবা সপ্তাহ পালনের জন্য ১০টি স্টলে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই প্রতিপাদ্যকে উপজীব্য করে এই সপ্তাহ পালন করা হবে।এখানে অণ স্পট ভূমি সেবা প্রদান করা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ