• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪  

গোপালগঞ্জ জেলা প্রশাসন আজ সকাল ৬টায় পৌর পার্কের শহিদ মিনার সংলগ্ন লেক পাড়ে ‘‘এসো হে বৈশাখ এসো এসো”-বর্ষবরনের এই গানের মধ্য দিয়ে বর্ষবরনের অনুষ্ঠান শুরু হয়। পরে সকাল ৮টায় অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলি আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খান সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।

গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।তাছাড়া এছর প্রতিটি ইউনিয়নে বাংলা নববর্ষের নানা কর্মসূচী পালন করবে বলে জানাগেছে।

এছাড়া হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে উন্নত বাঙ্গালী খাবার পরিবেশন করে স্ব স্ব প্রতিষ্ঠান গুলো।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে ‘মুজিব একটি জাতির রুপকার’ বায়োপিকটি বিনামূল্যে প্রদর্শন করা হবে।

অন্যান্য উপজেলা গুলোতেও তাদের নিজ নিজ গৃহীত কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ পালন করা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ