• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলা সম্পূর্ন ভূমিহীনমুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জুন ২০২৪  

প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ে (২য় ধাপ) জমিসহ একক গৃহপ্রদান কার্যক্রমের শুভউদ্বোধন উপলক্ষ্যে আজ রোববার (০৯জুন)বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে বলেন, আগামী ১১ জুন গোপালগঞ্জ জেলা সম্পূর্ন ভূমিহীনমুক্ত ঘোষনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকালে আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জ জেলাকে ভূমিহীন ঘোষনা করবেন।

উল্লেখ্য, ৫ম পর্যায়ে জেলার ৫টি উপজেলায় ৭৩৬টি পরিবারের মধ্যে জমির দলিল ও অন্যান্য কাগজপত্র বুঝে দেয়ার মধ্যদিয়ে জেলায় মোট ৫হাজার ১০৭টি গৃহহীন পরিবারকে গৃহপ্রদান করা হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)ফারহানা জাহান উপমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহসিন উদ্দীন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ