• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে পাচারের সময় ৮০ হাজার ডলার জব্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২  

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে অভিযানের সময় ৮০ হাজার ডলার জব্দ করেছে বিজিবি। আজ বুধবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ডলারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে এই ডলার উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদর দপ্তরে বুধবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক জানান, ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে আজ (বুধবার) মালামাল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি।

সীমান্ত পিলার ৮৫ হতে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে একটি ব্যাগ বহন করে নিয়ে যেতে দেখে তাকে টহল দল চ্যালেঞ্জ করে। এ সময় সে ব্যাগটি দূরে ছুড়ে ফেলে দৌড়ে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক জানান, ব্যাগটি জব্দ করে কাগজে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেট থেকে ১০০ ইউএস ডলারের ১০০টি নোট পাওয়া যায়। এই হিসাবে মোট ৮০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ইউএস ডলারগুলো ভারতে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় দর্শনা থানায় মামলা হয়েছে। উদ্ধার বিদেশি মুদ্রা জেলার ট্রেজারি অফিসে জমা করার কাজ চলছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ