• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে মোংলা বন্দর চেয়ারম্যানের শ্রদ্ধা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিনি সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম, সচিব কালাচাঁদ সিংহ, কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও বন্দরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী গত ২৫ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ