• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

দৈনিক গোপালগঞ্জ

পদ্মার তীরে ঘুড়ি উৎসব উপভোগ করলো হাজারো মানুষ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪  

আবহমান গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঘুড়ি উৎসব। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পদ্মাপাড়ের জেলা ফরিদপুর সদরের ধলার মোড়ে এ উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু প্রমুখ।

ফরিদপুর সিটি পেইজের আয়োজনে ‘চলো হারাই শৈশবে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত পদ্মার তীরে ধলার মোড়ে হাজারো মানুষ এই ঘুড়ি উৎসব উপভোগ করেন।

কয়েক শতাধিক প্রতিযোগী বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিলো মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি প্রভৃতি। 

বিকেল শেষে সন্ধ্যার আকাশে ওড়ানো হয় ফানুস।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ