• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৬ ১৪৩০

  • || ১৯ জ্বিলকদ ১৪৪৪

দৈনিক গোপালগঞ্জ

সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়েছে।  

বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে করে যাওয়ার পথে একটি মিছিল থেকে তার গাড়িতে হামলা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, পল্টন এলাকা দিয়ে নিজ গাড়িতে করে যাওয়ার সময় একটি মিছিল থেকে মানিকের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তার সঙ্গে থাকা সরকারি গানম্যানের ওপরও হামলা করা হয়েছে।

ডিএমপির মতিঝিল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানান, এমন একটি হামলার খবর পাওয়া গেছে। সাবেক বিচারপতি মানিককে থানায় যেতে বলা হয়েছে। তিনি গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বুধবার (২ নভেম্বর) নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের মিছিল থেকেই সাবেক বিচারপতির গাড়িতে হামলা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ