• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

২০২৪ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। একই সঙ্গে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার হাইকোর্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. শামীম সরদার।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি প্রজ্ঞাপনে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ঊর্ধ্বসীমা নির্ধারণ করেও তা অনুসরণ না করে ১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী (প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত সংযুক্ত তালিকায় বর্ণিত) শিক্ষার্থীদের ভর্তি করাটা ছিল বিধিবহির্ভূত।
এমন অবস্থায় ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন এবং ২০১৬ সালে জন্মগ্রহণকারী ১৫৯ জনসহ মোট ১৬৯ জন শিক্ষার্থীদের ভর্তি বাতিল করতে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ