• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৫ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারী

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মার্চ ২০২৪  

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ৫ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে ৪ হাজার ৬৯৬ জন ও কলেজের ৭৬৭ জন রয়েছেন। এ ছাড়া ২ হাজার ৮২৮ জন শিক্ষককে উচ্চতর স্কেল ও ১ হাজার ৪৫৩ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর ১৩২ জন প্রভাষককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত হয়। এ সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। কমিটির যাবতীয় ভুল-ভ্রান্তির দায় মহাপরিচালকের। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, মাউশি অধিদফতরের ৯ জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদফতরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ মোট ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কোন অঞ্চলের কতজন এমপিওভুক্ত হচ্ছেন সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানান, স্কুলের ৪ হাজার ৬৯৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩১০, চট্টগ্রামের ৩৩৮, কুমিল্লার ২৮৯, ঢাকার ৭৪১, খুলনার ৫৯১, ময়মনসিংহের ৫১৪, রাজশাহীর ১ হাজার ৬১, রংপুরের ৬৮৩ এবং সিলেটের ১৬৯ জন তালিকায় রয়েছেন।
কলেজের ৭৬৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৭৩, চট্টগ্রামের ২৪, কুমিল্লার ৪৩, ঢাকার ১৬০, খুলনার ৭৬, ময়মনসিংহের ১১৮, রাজশাহীর ১২৩, রংপুরের ১০৫ এবং সিলেট অঞ্চলের ৪৫ জন রয়েছেন।
গত কয়েক মাসে বিধান মতো নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরাও এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। সর্বশেষ পাওয়া জানুয়ারি মাসের আবেদন নিষ্পত্তি করে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় কমিটি। নতুন এমপিওভুক্তদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া বহু শিক্ষক রয়েছেন। উচ্চতর স্কেল পাচ্ছেন ২ হাজার ৮২৮ জন বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ২ হাজার ৮২৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৪৬৫ জন এবং কলেজের ৩৬৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৭০, চট্টগ্রামের ৯৯, কুমিল্লার ৯৪, ঢাকার ৩০২, খুলনার ২৪৩, ময়মনসিংহের ৩২৯, রাজশাহীর ৩৮৮, রংপুরের ৬৭০ এবং সিলেটের ৭০ জন রয়েছেন। অপর দিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৯, চট্টগ্রামের ১৮, কুমিল্লার ২৪, ঢাকার ৬২, খুলনার ৪৭, ময়মনসিংহের ২৫, রাজশাহীর ১০৪, রংপুরের ৪৬ ও সিলেট অঞ্চলের ১৮ জন রয়েছেন।
বিএড স্কেল পাচ্ছেন এক হাজার ৪৫৩
বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ১ হাজার ৪৫৩ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৯০, চট্টগ্রামের ১০৭, কুমিল্লার ১১৯, ঢাকার ২৬৩, খুলনার ৩০৬, ময়মনসিংহের ২০৮, রাজশাহীর ১৭০, রংপুরের ১২৬ ও সিলেট অঞ্চলের ৯১ জন শিক্ষক আছেন।
১৩২ কলেজ শিক্ষককে পদোন্নতি
এ ছাড়া বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত ১৩২ জন শিক্ষককে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫. চট্টগ্রামের ৯, কুমিল্লার ৭. ঢাকার ৩১. খুলনার ১১. ময়মনসিংহের ১১, রাজশাহীর ৪১, রংপুরের ১৩ এবং সিলেট অঞ্চলের চারজন শিক্ষক আছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ