• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নৌপথে ভারতে জুট নিয়ে রওনা হলো জাহাজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২  

বাংলাদেশের প্রথমবারের মত গার্মেন্টসের অব্যবহৃত কটন কাপর-জুট রপ্তানি করা জন্য ভারতের উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে জাহাজ।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দর থেতে জাহাজ ইয়া রাজ্জাক ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়। ১১১টন জুট বাহী জাহাজটি ভারতের আসাম রাজ্যের ধুবরী বন্দরে যাবে। ৬৫০কিলোমটার দূরত্বের গন্তব্যে পৌছাতে সময় লাগবে ৬থেকে ৭দিন। এতে করে প্রথমবারের মত বাংলাদেশের সাথে ভারতের জুট রপ্তানি কার্যক্রম শুরু হলে।

বিআইডাব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিগত সময় খালি জাহাজ ভারতে গিয়ে আমদানি পন্য নিয়ে দেশে ফিরতো। তবে এটি প্রথমবারের মত নৌপথে রপ্তানি পন্য ঝুট নিয়ে ভারত যাচ্ছে। প্রথম চালানে ১১১টন জুট রপ্তানি করা হচ্ছে। এমন ভাবে রপ্তানি করা গেলে বছরে ১লাখ মেট্রিকটন জুট পন্য বিদেশে রপ্তানির পরিকল্পনা তৈরি হয়েছে। যার বিপরীতে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করা সুযোগ তৈরি হচ্ছে।

মোক্তার হোসেন টেড্রাসের নামের একটি প্রতিষ্ঠান এসব পন্য রপ্তানি করছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ